ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


নকলার ২০ পূজামন্ডপে সরকারি চাল অনুদান


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় স্থাপিত প্রতিটি পূজামন্ডপের অনুকূলে ৫০০ কে.জি করে সরকারি অনুদানের (জি.আর) চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম উপজেলার ২০টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে বরাদ্দের চাল তুলেদেন। এসময় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সারোয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম, নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী উত্তম কুমার বণিকসহ উপজেলার সকল পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও অসহায়দের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

তথ্য মতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজামন্ডপে ত্রাণ হিসেবে বিতরণের জন্য ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে। দেশের প্রতিটি জেলায় জেলরা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই চাল ভক্তদের আহার্য বিতরণের জন্য মন্ডপগুলোর অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে।