ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


ঝিনাইগাতীতে রাসেল বাহিনীর ভারতীয় মদসহ পিক-আপ ভ্যান আটক


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২২

শেরপুরের ঝিনাইগাতীতে রাসেল বাহিনীর ভারতীয় ৩৮৮ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাসেল বাহিনীর সদস্যরা ভারতীয় মাদকের চালান নামানোর গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিওপি ইনচার্জ নায়েক সুবেদার মো, হেলালের উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ভোরে সীমান্তবর্তী ফাকরাবাদ বাজারে অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যান আটক করে । এ সময় বিজিবি জোয়ানরা পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৮ বোতল মদ উদ্ধার করে।

আটককৃত মাদকও পিকআপভ্যানের বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা। সুবেদার মো, হেলাল বলেন অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় তবে আটককৃত মাদকগুলো সীমান্তের শীর্ষ সন্ত্রাসী রাসেল বাহিনীর বলে জানান।

এ বিষয়ে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ান বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জোয়ানরা দায়িত্ব পালন করে আসছে। পাচারকারীদের কোন প্রকার ছাড় নেই। সীমান্তে বিজিবির অভিযান পরিচালনা অব্যাহত আছে। অপরদিকে থানা পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে রাংটিয়া এলাকা থেকে ১১১ বোতল ভারতীয় মদকসহ ফারুক মিয়া নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। ফারুক মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। ঘটনার সত্যিতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমীন বলেন, ফারুক মিয়ার নামে থানায় প্রায় ডজনখানেক মাদক মামলা রয়েছে। তিনি বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।