ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


নকলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৩

শেরপুরের নকলায় উন্মুক্ত লটারির মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈধ সকল আবেদনকারীর মধ্যে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়নের জন্য মোট ২৪ জনকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে বাছাই পূর্বক নিয়োগ করা হয়।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য সরবরাহের লক্ষ্যে কোনো ধরনের তদবির অথবা ঘুষ-বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।

এতে উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের জন্য ৩ জন, নকলা ইউনিয়নের জন্য ২ জন, উরফা ইউনিয়নের জন্য ৩ জন, গৌড়দ্বার ইউনিয়নের জন্য ২ জন, বানেশ্বরদী ইউনিয়নের জন্য ২ জন, পাঠাকাটা ইউনিয়নের জন্য ৩ জন, টালকী ইউনিয়নের জন্য ৩ জন, চরঅষ্টধর ইউনিয়নের জন্য ৩ জন ও চন্দ্রকোনা ইউনিয়নের জন্য ৩ জনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

লটারির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ খলিলুর রহমান, পরিসংখ্যান তদন্তকারী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ডিলার হিসেবে নিয়োগ প্রত্যাশী আবেদনকারীগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।