ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫

খুলনার ডুমুরিয়া উপজেলার বামুন্দিয়া গ্রামের মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে দলবল নিয়ে মোকিম বিশ্বাসের জমিতে থাকা কাঁটাতারের বেড়া ও সুপারি গাছ কর্তন করেছে।

গত ২৭ সেপ্টেম্বর বিগত দিন ভোর রাতে বামুন্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আদালতের নোটিশ সূত্রে জানাযায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনার এম,পি মামলা নং- ৬৮৬/২০২৫। গত ১৮ সেপ্টেম্বর এক আদেশ কপিতে ১৪৪/১৪৫ ধারা মোতাবেক স্থিতাবস্থা বজায় রাখতে আদালত মোঃ সাইফুল ইসলাম বিশ্বাসের কাছে নোটিশ জারি করেন এবং আগামী ৪ ডিসেম্বর সাইফুল ইসলাম বিশ্বাসেকে বিজ্ঞ আদালতে নোটিশ এর কারণ দর্শানোর জন্য বলা হয়। কিন্তু মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস আদালতের নোটিশ উপেক্ষা করে রাতের আঁধারে জমির প্রকৃত মালিক মোকিম বিশ্বাসের লাগানো সুপারি গাছ কর্তন করে এবং জমিতে থাকা কাঁটাতারের বেড়া উপড়ে ফেলে দেয়।

এছাড়াও গত গত ২৭ সেপ্টেম্বর নিউজ ২৬ নামের একটি ফেসবুক পেজ থেকে পাতি নেতাদের মবে অতিষ্ঠ ডুমুরিয়ার ফাতেমা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যার প্রতিবাদ জানিয়ে পত্রিকায় প্রতিবাদ ছাপানো হয়েছে।

জমির মালিক মোকিম বিশ্বাস জানান, বিআরএস ২০১ খতিয়ানের মধ্যে ২২৮ নং দাগে তার নিজ নামে রেকর্ডীয় ২৪ শতাংশ বাস্তুভিটা জমি আছে। যে জমিতে মোকিম বিশ্বাস তার পরিবার নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছেন। কিন্তু একটি কুচক্রী মহল অহেতুক আমার জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে।