নেছারাবাদ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প

শনিবার (২৭ সেপ্টেম্বর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত হলো ফ্রী মেডিকেল ক্যাম্প। স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমিতে শনিবার সকাল ১১ টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই ফ্রী মেডিকেল সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সৌজন্যে বিভিন্ন মেডিকেল থেকে আগত তিনজন এমবিবিএস ডাক্তারের সমন্বয়ে রোগীদের চিকিৎসাপত্র ও ফ্রী ঔষধ প্রদানের মাধ্যমে সেবামূলক কার্যক্রমটি সম্পন্ন করা হয়। গরীব ও অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেওয়ার লক্ষে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা কার্যক্রমটি সফল ভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সৌজন্যে এই সেবামূলক কার্যক্রমটি পরিচালিত হয়।
মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী চিকিৎসাপত্র ও ফ্রী ঔষধ প্রদান করা হয়। ডাক্তারগন হলেন - ডা. মোঃ আব্দুল বারী (মেডিসিন ও ডায়াবেটিস) ডা. মোঃ জাহিদুল ইসলাম (মেডিসিন ও চর্ম) ডা. মঞ্জুরুল আলম বাইজিদ (মেডিসিন)।
ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, সদস্য সচিব, পিরোজপুর জেলা সেচ্ছাসেবক দল। মোঃ আতিকুল ইসলাম লিটু, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ আজহারুল ইসলাম টুটুল, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ সোহেল মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ রাজীব রায়হান, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ তপু রায়হান, আহবায়ক (ভারপ্রাপ্ত), নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দল। মোঃ উজ্জল বিশ্বাস, সদস্য সচিব, নেছারাবাদ উপজেলা জাসাস। এছাড়া অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন - নেছারাবাদ উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল, জাসাস সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।