নকলায় বিভিন্ন পূজা মণ্ডপে ফাহিম চৌধুরীর নগদ অর্থ উপহার প্রদান

শেরপুরের নকলায় সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে নকলা পৌর শহরের বিএনপির কার্যালয়ে নকলা-নালিতাবাড়ী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষ থেকে উপজেলার ২০টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক দুলাল ও পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, সদস্য রাব্বেনূর চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী (এল.এল.বি), ৭নং টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফর মহিউদ্দিন বুলবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব নাজিবুর রহমান নয়ন, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাফিকুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।