ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৭শে অগ্রহায়ণ ১৪৩২


শেরপুরে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক তিন


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮

শেরপুর সদর উপজেলার খোয়ারপাড় শাপলা চত্তর এলাকা থেকে ২৯ সেপ্টেম্বর (সোমবার) রাতে র‍্যাব ১৪ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০০ বোতল ফেনসিডিল সহ এক জন পুরুষ দুইজন মহিলাকে গ্রেফতার করেন।

র‍্যাব সূত্রে জানা যায়, এ ফেনসিডিল ভারত থেকে কুড়িগ্রাম জেলা হয়ে তাদের গন্তব্য স্থল পর্যন্ত নিয়ে যাওয়ার চেস্টা করছিল আমরা তাদের শেরপুর খোয়ারপাড় শাপলা চত্তরে আটক করতে সক্ষম হই। আসামিদের নাম মোঃ সোহেল রানা, সুমি আক্তার, এবং বৃষ্টি আক্তার। সুমি আক্তার এবং বৃষ্টি আক্তারের বডিতে এ ফেনসিডিল ফিটিং করে তারা উপরে বোরকা পরে এ ফেনসিডিল বহন করে নিয়ে আসছিল আমরা গোপন সংবাদর ভিত্তিতে তাদের বডি তল্লাশি করে সুমি আক্তারের বডিতে ৫০ এবং বৃষ্টি আক্তারের বডিতে ৫০ বোতল ভারতীয় ফেনসিড উদ্ধার করতে সক্ষম হই।