ঢাকা মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২


স্বরুপকাঠী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক মুহিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯

এশিয়ান টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ মুহিদুল ইসলাম মুহিদ এর উপর হামলাকারী ফিরোজ ও সাবাব গংদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেছারাবাদে সাংবাদিক সংগঠনের (স্বরুপকাঠী প্রেসক্লাব) উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে সাংবাদিক সমাজের সকল গণমাধ্যম কর্মী সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এই সন্ত্রাসী হামলার ক্ষোভ ও প্রতিবাদে একাত্বতা ঘোষনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা দেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত হানে। এ ধরনের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নইলে দেশের গণমাধ্যমের স্বাধীনতা বাঁধাগ্রস্ত হবে এবং সমাজ ও রাষ্ট্র চরম ক্ষতির সম্মুখীন হবে।

এসময় উপস্থিত সাংবাদিক সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং আহত সাংবাদিক মুহিদুল ইসলাম মুহিদ-এর প্রতি সংহতি প্রকাশ করেন।

স্বরুপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মানববন্ধনে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিক মুহিদের উপরে সন্ত্রাসী হামলার দ্রুত তদন্ত ও বিচার না হলে এবং আসামীদের ৭২ ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হলে আগামীতে কঠিন কর্মসূচি ঘোষনার মাধ্যমে সঠিক বিচার বাস্তবায়ন করা হবে।