ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


বেগমগঞ্জে রেলে চলাচল কারী যাত্রীরা সেবা থেকে বঞ্চিত।


প্রকাশিত:
১ অক্টোবর ২০২৫ ২২:৪৫

নোয়াখালী থেকে ঢাকা ও ঢাকা থেকে নোয়াখালী চলাচল কারী যাত্রীরা গত দেড় বছর ধরে যাত্রী সেবা ভুক্ত ভোগীরা বলেন, ঢাকা নোয়াখালী চলাচল করা নোয়াখালী এক্সপ্রেসটি গত দেড় বছর ধরে হটাৎ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা নানা ভাবে সমস্যায় পড়েছে। অন্যদিকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে নোয়াখালী রাত ৮ টার স্থলে রাতের ১১ টায় আসে এবং পরদিন সকাল ৬ টা ২৫ মিনিটের সময় সোনাপুর থেকে চৌমুহনী থেকে সাড়ে সাতটার দিকে ছেড়ে যায়। এতে যাত্রীরা নিয়মিত ভাবে চলাচল করতে পারছে না এবং কুমিল্লা - নোয়াখালী ডেমু ট্রেনটি গত ২ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে বেগমগঞ্জ থানার চৌমুহনী স্টেশনের যাত্রীরা অর্থনৈতিক ভাবে ক্ষতির স্বীকার হচ্ছে


চৌমুহনী রেলওয়ে ষ্টেশান মাষ্টার ফখরুল ইসলাম নোমান বলেন, নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি হটাৎ করে বন্ধ রয়েছে। গত কিছুদিন আগে সরকারের রাজস্ব হিসাব দেওয়ার জন্য ট্রেনটি আনা হয়। এখন আর ট্রেনটির কোন খবর নেই। এছাড়া উপকূল ট্রেনটি সময়মত চলাচল করছে না। ডেমু ট্রেনটি আরো আগেই বন্ধ হয়ে গেছে। এখন শুধু ষ্টেশানে এসে সারাক্ষন বসে থাকতে হয়। কখন ট্রেন আসবে আর কখন যাবে সঠিক বলা যায় না। আমার নিয়ন্ত্রনে যে এক‘শটি টিকিট নিয়ে বসে থাকি। যাত্রী না থাকায় অনেকগুলো থেকে যায়।
এব্যাপারে ভুক্তভোগী যাত্রীরা ট্রেনগুলি চলাচলের পাশাপাশি প্রস্তাবিত সুবর্ণচর এক্সপ্রেসটি চালুর ব্যবস্থা করার জন্য উপদেষ্টা সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।