ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


নেছারাবাদের সোহাগদল ইউনিয়নে উপজেলা বিএনপি'র পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন


প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫ ১৯:২৫

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের চারটি মন্দির পরিদর্শন করেন নেছারাবাদ উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সোহেল রানা মৃধা। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ তপু রায়হান। উপজেলা জাসাসের সদস্য সচিব মোঃ উজ্জ্বল বিশ্বাস। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোঃ আজাদ তালুকদার, মোঃ নুরুজ্জামান নুরু, মোঃ তাওহীদ লিমন, মোঃ শাওন, মোঃ রুহুল আমিন, মোঃ লিমন, রনি, শান্ত, সাগর, আবু তালেব, জুবায়ের, রাতুল, জাহিদ, মহাসিন, মুন্না, আরিফ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ।

শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনকালে সোহেল রানা মৃধা সবাইকে দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, একে অপরের পরিপূরক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি আদর্শিক দল। এই দলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানের কোন ভেদাভেদ নেই। সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষের পাশে আমরা সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আপনাদের সুখে দুঃখে এবং আচার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। তাই সনাতন ধর্মাবলম্বী সহ দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া আদর্শের ছায়াতলে একতাবদ্ধ হয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দশের মঙ্গলে কাজ করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ি।