বেলকুচিতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এন,সি,পি কেন্দ্রীয় যুগ্ন-সদস্য সচিব মাহিন সরকার

সিরাজগঞ্জ জেলায় বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গাপূজার পূজা মন্ডল পরিদর্শন করেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাতীয় নাগরিক পার্টি এন,সি,পি, কেন্দ্রীয় যুগ্ন-সদস্য সচিব মাহিন সরকার ১ অক্টোবর বুধবার রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে মাহিন সরকার
এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে হবে। কোনো ধর্মের ধর্মীয় চেতনাকে কোনোভাবেই আঘাত করা যাবে না।
প্রাচীনকাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এখন আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পর্যবেক্ষণে নিয়োজিত আছেন।
বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন এন,সি,পির কেন্দ্রীয় নেতারা, জেলা এনসিপির নাজমুল, মুসা হাশেমী ও বেলকুচি উপজেলা এনসিপি-র নেতৃবৃন্দ।
উপস্থিতি সকল বক্তাগণ একমত প্রকাশ করেন ধর্ম পরিচয় যার যার আমরা কিন্তু সবাই বাঙালি এই কথা সবার মনে রাখতে হবে।