নকলায় মাদ্রাসা ও ঈদগাহ মাঠে ফলজ গাছের চারা রোপন

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা খিচা রানীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা এবং মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠের বার্ষিক আয় ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এবং শিক্ষার্থীদের ফলের চাহিদা পূরনের উদ্দেশ্যে মাদ্রাসা প্রাঙ্গনে ও ঈদগাহ মাঠে বিভিন্ন জাতের ১৩৮টি ফলজ গাছের চারা রোপন করেছে স্থানীয় নকলা অদম্য মেধাবী সংস্থার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংস্থাটির নির্বাহী পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান এর পরামর্শে ও তাঁর নিজস্ব অর্থায়নে সংস্থাটির অন্যান্য পরিচালকসহ সদস্যরা সংশ্লিষ্ট মাদ্রাসা ও ঈদগাহ মাঠ পরিচালনা পরিষদের সদস্যগনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছের চারা তুলেদেন। পরে মাদ্রাসা প্রাঙ্গনে ও ঈদগাহ মাঠের উপযুক্ত জায়গায় গাছের চারা গুলো রোপন করা হয়।
সংস্থাটির পরিচালকরা জানান, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবিকা ও ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করে। বিশেষ করে কোন প্রতিষ্ঠানের জায়গায় রোপন করা হলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বার্ষিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এসব বিবেচনায় রেখেই নকলা অদম্য মেধাবী সংস্থা উপজেলা ও জেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপনের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা খিচা রানীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা এবং মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে বিভিন্ন জাতের ১৩৮টি ফলজ গাছের চারা রোপন করা হলো। সামাজিক উন্নয়ন মূলক এই বৃক্ষরোপন কর্মসূচি কয়েক বছর ধরে চলে আসছে। সবার পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেলে প্রয়োজন ও চাহিদা মোতাবেক প্রতিবছর ফলজ গাছের চারা রোপন করা সম্ভব হবে বলে তারা আশাব্যক্ত করেন।
এসময় সংশ্লিষ্ট মাদ্রাসা ও ঈদগাহ মাঠ পরিচালনা পরিষদের সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।