অভাবের সংসারে দুই সন্তান বিক্রি করলেন বাবা-মা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে শ্রীঘর গ্রামের হত দরিদ্র লালন মিয়া ও তার স্ত্রী মারুফা বেগম মিলে দুই সন্তানকে লিখিত ভাবে ৯৫ হাজার টাকা বিক্রি করে দেন। ২০২৪ সালে প্রথম সন্তানকে ৪৫ হাজার টাকা ও দশ দিন আগে সদ্য প্রসুত সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রি করে। ওদের নিজস্ব কোন জায়গা জমি ও বাড়িঘর নেই। বাস করেন অন্যের বাড়িতে পরিত্যাক্ত একটি ঝুপড়ি ঘরে। সংসার চালান স্ত্রী ভিক্ষা করে। দুই সন্তান বিক্রির ঘটনা এলাকায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
বাচ্চা বিক্রিকৃত নবজাতকের মা মারুফা ও বাবা লালন মিয়া জানান, তাদের কোন বাড়িঘর জমি জমা নেই। থাকেন প্রতিবেশী সোলেমান মিয়ার বাড়িতে। তাদের আরো ৫টি বাচ্চা আছে। তাদের মুখে তিনবেলা দু মুঠো খাবার দিতে পারে না। তবে তাদের দাবী আমরা লালন পালন করতে পারবোনা বলে দত্তক দিয়েছি। তারা আমাদের খুশী হয়ে ৫০ হাজার টাকা দিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাপ মিয়া বলেন, তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে এসে শুনেছি। এখন গিয়ে খোঁজ খবর নেব।
শ্রীঘর গ্রামের একই বাড়ির বাসিন্দা নাসিরনগরের ব্যবসায়ী শেখ কাউছার মিয়া বলেন, শুনেছি গত বছর ও নাকি এক বাচ্চা বিক্রি করেছে আবার এবারও।
এ বিষয়ে মুঠোফোনে নাসিরনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহীনা নাছরিনের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি শুনেছি। বিকালে ঘটনাস্থলে যাবো। তাদের সাথে কথা বলবো। পরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলবো। পরিবারটি আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর দিয়ে বসবাসের ব্যবস্থা করবো। তাছাড়া তারা যদি সমাজ সেবা অধিদপ্তরে আবেদন করে, তাহলে আমরা ওই দম্পত্তিকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে একটি দোকান করে দেবার চেষ্টা করবো।