ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


নকলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫ ২২:৫৪

শেরপুরের নকলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ও আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে 'শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি' এই প্রতিপাদ্যকে ধারন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারিন্টেন্ডেন্ট, সহকারী প্রধান শিক্ষক, সহসুপার, সহকারী শিক্ষক ও এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত নবযোগদানকৃত শিক্ষকগন বক্তব্য রাখেন। বক্তারা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, 'শিক্ষকগন জাতি গড়ার কারিগর। তাঁদের বলিষ্ঠ নেতৃত্বে সমাজ থেকে বিতাড়িত হবে সকল বৈষম্য ও অনাচার, গড়ে উঠবে মূল্যবোধসম্পন্ন ও সুশিক্ষিত নতুন প্রজন্ম।' এদিবস উপলক্ষে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহসুপার ও তাদের প্রতিনিধিগন, এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত নবযোগদানকারী সহকারী শিক্ষকবৃন্দ, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।