ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


নেছারাবাদের আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫ ২৩:০৮

রবিবার ৫ অক্টোবর সকাল ১১ টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির (রেজিস্ট্রেশন নম্বর ৫৯ পি ডি) কর্তৃক আইন বহির্ভূত কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে সমিতির রেজিস্ট্রেশন বাতিলসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সমিতি থেকে হয়রানির স্বীকার ভুক্তভোগী গ্রাহকগণ উপস্থিত থেকে নিজে নিজে বক্তব্য প্রদান করেন।

ভুক্তভোগী গ্রাহকগনের দাবি, সমিতির সভাপতি ম্যানেজার সম্পাদক ও পরিচালক বৃন্দ বিভিন্ন সময় আমাদের কাছ থেকে ব্যাংকের ব্ল্যাংক চেক জমা নিয়ে বিভিন্ন অংকের ঋণ প্রদান করে থাকেন। আমরা যত দিনে ঋণের টাকা পরিশোধ করতে না পারি ততদিন প্রতি মাসে মোটা অংকের সুদ বা লভ্যাংশ আদায় করেন। এতে আমরা সুদ বা লভ্যাংশ পরিশোধ করতে করতেই নিঃস্ব হয়ে পড়ি। পরবর্তীতে কোন কোন সময় লভ্যাংশ বা সুদ না দিতে পারলে বড় অংকের পাওনা লিখে রাখেন এবং তাদের ধার্য্যকৃত সেই টাকা না দিতে পারলে সমিতির সভাপতি ও সম্পাদক গ্রাহকদের জায়গা জমি লিখে নেয় বা জায়গা জমি লিখে দিতে চাপ প্রয়োগ করে। এবং বিভিন্ন প্রকার হুমকি-ধমকি সহ হয়রানি করে। এরই মধ্যে সমিতির পরিচালক বৃন্দের চাঁপে এলাকার কিছু ভুক্তভোগী গ্রাহকগণ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

ভুক্তভোগী গ্রাহকরা আরো জানান, ঋণের টাকা কিস্তি মাফিক পরিশোধের কথা থাকলেও সমিতি আমাদের কাছ থেকে মোট টাকার সুদ বা লভ্যাংশ নেয়। এতে ঋণের টাকা কিস্তি মাফিক পরিশোধ করা হয় না এবং আমাদের কাছে ঋণ গ্রহণ ও পরিশোধের কোন বহি প্রদান করা হয়না। এতে আমরাও কোন হিসাব সঠিকভাবে রাখতে বা দেখাতে পারিনা।

উল্লেখ্য, আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি স্থানীয় মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ৭০ নং পাটিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সমিতির সাবেক সম্পাদক স্থানীয় মোঃ আল আমিন, সহকারী শিক্ষক, ১১৯ নং সারেংকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকের কাছে জানতে চাইলে তারা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, আমাদের এবং আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা আইনের মাধ্যমে এবং দেনা পাওনার সঠিক কাগজপত্রের মাধ্যমে এর একটি যথাযথ সুরাহ কামনা করছি।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ হাসান রকি তদন্তে এসে বলেন, সরেজমিনে ভুক্তভোগী গ্রাহকগনের অভিযোগ শোনা হচ্ছে এবং সমিতির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ সহ অফিসের কাগজপত্র যাচাই করা হচ্ছে। পরবর্তীতে সঠিক রিপোর্ট পেশের মাধ্যমে সমস্যার সমাধানকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।