বিজিবি’র ঝটিকা অভিযান: টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যাৎ

মাদক চোরাচালান দমনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ পাচারকারী হাতেনাতে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান পিএসসি জানান,বিজিবি'র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারিরা টেকনাফ শাহপরীরদ্বীপ হতে সেন্টমার্টিনগামী একটি নৌযান/ট্রলারে যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ মাদক সেন্টমার্টিনে পাঠাবে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও কারবারীদের অবৈধ কার্যক্রম নস্যাৎ করতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক কয়েকটি চৌকস টহলদল মোতায়েনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন।
পরিকল্পনা অনুযায়ী গত ৯ অক্টোবর ১১৩০ ঘটিকায় শাহপরীরদ্বীপ জেটিঘাট ও আশপাশের এলাকায় একাধিক টহল মোতায়েনপূর্বক নজরদারি জোরদার করা করেন। উক্ত সময়ে জেটিঘাটের পন্টুন দিয়ে সেন্টমার্টিনে গমনকালে তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির নারী সদস্যদের মাধ্যমে তাদের তল্লাশি করেন বিজিবি । প্রাথমিক তল্লাশিতে তাদের শরীরের সাথে কিছু লুকিয়ে রাখার বিষয়টি চিহ্নিত হলে বিস্তারিত তল্লাশির মাধ্যমে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করেন বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামী টেকনাফের আজু মিয়ার কন্যা রুবাইয়া (১৮) মৃত দোস মোহাম্মদের কন্যা ফাতিমা খাতুন (২০) ও মোঃ জাফর আলমের কণ্যা সারমিন (১৮) ও পলাতক আসামী টেকনাফের আলি হোসেন এর বিরুদ্ধে প্রচলিত আইনে থানায় সুপর্দ ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান পিএসসি।