ঢাকা রবিবার, ১২ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫ ১৫:৪২

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি’ র রামু সেক্টর কমান্ডার মুহাম্মদ মহি উদ্দিন জানান,গত ৯ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-১৯ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে আন্জুমান পাড়া নামক স্থানে পাহাড়ের ঢালে অবস্থান করেন। আনুমানিক ২০৩০ ঘটিকায় দুইজন ব্যক্তি পাহাড়ের উপর থেকে নীচের দিকে নামার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার হাতে রাখা শপিং ব্যাগ ফেলে দ্রুত রাতের অন্ধকারে পাহাড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।

পরে উক্ত স্থানে তল্লাশী করে হলুদ রঙ্গের ব্যাগে ভেতর নীল রঙ্গের বায়ুরোধী ০১ কাট সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান চলছে বলে জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন পিএসসি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”