ঢাকা রবিবার, ১২ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


বেগমগঞ্জে ট্রাক চাপায় হত্যা, ঘাতক ড্রাইভার গ্রেফতার


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫ ১৫:৫৩

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাস সুপারভাইজার নিহত ও অপর একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. আরমান (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনালের বিপরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি আভিযানিক দল।

শনিবার (১১ অক্টোবর) র‍্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড এসব তথ্য নিশ্চিত করেন। র‍্যাব জানায় ,প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার ও আইন-শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। জঙ্গি,মাদক,অস্ত্রধারী সন্ত্রাসী,ধর্ষণকারী ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালীর একটি দল চৌমুহনী চৌরাস্তা সংলগ্ন পৌর আধুনিক বাস টার্মিনালের বিপরীতে অভিযান চালায়। এসময় ঘাতক ট্রাক ড্রাইভার মো.আরমান (২৪),পিতা মৃত হাসান,মাতা বিবি কুলসুম,সাং উত্তর নাজিরপুর, থানা বেগমগঞ্জ,জেলা নোয়াখালী—কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত চিনিবাহী ট্রাকটি (রেজি. নং- ঢাকা মেট্রো-ট-১৬-০৩২৭) আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়,শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে চৌমুহনী পৌর বাস টার্মিনালের সামনে ইকোনো বাস সার্ভিসের (রেজি. নং-ঢাকা মেট্রো-খ-১৫-৯৫০৫) যাত্রী ওঠানামার সময় বিপরীত দিক থেকে আসা চিনিবাহী ট্রাকটি বাসটিকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার শরীফ মো. বাকী বিল্লাহ ও কাউন্টার ম্যানেজার মো.বাদশা গুরুতর আহত হন। পরে তাদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাকী বিল্লাহকে মৃত ঘোষণা করেন। বাদশা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ঘটনার পরপরই র‍্যাব-১১ এর চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামে। ট্রাকচালক আরমান পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে দ্রুত ঘিরে ফেলে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি ও আটক ট্রাককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।