সিরাজগঞ্জে বেলকুচিতে চরমপন্থীদের আত্মসমর্পণকারীদের পূর্নবাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে বেলকুচিতে ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন দেলুয়াকান্দি গ্রামে ১৪ ই অক্টোবর রোজ মঙ্গলবার সকালে ১০ টা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষে আত্মসমর্পণ চরমপন্থীদের পুর্নবাসন শীর্ষক প্রকল্পের আওতায় জমিসহ ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্ট মেশিন সেড,ডেইরি কেয়ার সেড, অফিস সেড সহ ৪৮ টি গরু হস্তান্তর প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠান আয়োজন করেন বেলকুচি উপজেলা প্রসাশন, উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করেন গ্রাম উন্নয়ন এগ্রো টেক প্রকল্প। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাবা আফরিন জাহান উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি উপজেলা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মুহাম্মাদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক,সিরাজগঞ্জ।
বক্তারা বলেন খামারটির উন্নয়ন মনোযোগ ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এই খামারের পাশাপাশি আর্থিক উন্নয়ন কর্ম দক্ষতা বৃদ্ধি করতে হবে, বক্তরা আলোচনার মধ্যে জেলা প্রশাসন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, সুন্দর এই প্রকল্পের মধ্য দিয়ে চরমপন্থীদের অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ একেএম আনোয়ারুল হক,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জনাব মাকসুদুল হাকিম, জেলা এনএসআই কর্মকর্তা সিরাজগঞ্জ, জনাব এ কে এম মনজুরে মওলা,উপ-পরিচালক সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জনাব সুকান্ত ধর,বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা। শহিদুল ইসলাম বেলকুচি থানা অফিসার ইনচার্জ। সাংবাদিক বৃন্দ সহ চরমপন্থী ৬৭ জন সদস্য উপস্থিত ছিল।