ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


জীবন বীমার ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিলেন মো. সাইফুল ইসলাম


২ মার্চ ২০২২ ২১:৫৪

আপডেট:
৯ মে ২০২৫ ১৫:৪১

জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. সাইফুল ইসলাম। গত সোমবার তিনি নতুন পদে যোগ দেন।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাইফুল ইসলাম।

তিনি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-এর নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব), সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া জনপ্রশাসন, পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন সাইফুল ইসলাম। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও পেশাগত কাজে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।