ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


পুষ্পধারার আয়োজনে ‘গ্রাহক মিলনমেলা-২০২৪’ অনুষ্ঠিত


১০ নভেম্বর ২০২৪ ১৯:৫৩

আপডেট:
১০ মে ২০২৫ ১১:৪২

দেশের আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান পুষ্পধারা প্রপার্টিজ লি. এর আয়োজনে ‘গ্রাহক মিলনমেলা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর, শনিবার রাজধানীর মালিবাগস্থ স্কাই সিটি হোটেলে পুষ্পধারার গ্রাহকদের নিয়ে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেনারেল ম্যানেজার এস এম আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলীনূর ইসলাম ও ডিরেক্টর (মার্কেটিং এন্ড প্রকিউরমেন্ট) হাসিবুল হক মামুন।

প্রধান অতিথির বক্তব্যে শাশ্বত মনির বলেন, একটি সুন্দর ও নিরাপদ আবাসন মানুষের লালিত স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে একজন মানুষ হয়তো তার সর্বোচ্চটুকুই বিনিয়োগ করেন। আর তাই মানুষের এই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতেই আবাসন শিল্পে কাজ করছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড।

সৈয়দ আলীনূর ইসলাম বলেন, গ্রাহকদের জন্য মডেল আবাসন ব্যবস্থার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে পুষ্পধারা। গ্রাহকদের যে স্বপ্ন নিয়ে কাজ করছে তা যেন দ্রুত বাস্তবায়ন করতে পারি এটাই আমাদের একমাত্র চাওয়া, এতেই আমাদের প্রশান্তি। সেই সাথে এই প্রকল্পকে কীভাবে আরো সুন্দর ও স্বার্থক করা যায় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে।

হাসিবুল হক মামুন বলেন, ব্যবসার প্রধান মূলধন সততা। আর সাফল্যের প্রধান মূলধন সম্মিলিত প্রচেষ্টা। আমরা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে নিবন্ধন নিয়েছি, পরবর্তীতে নবায়নও পেয়েছি। আমরা বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ) এর সদস্য। জেলা প্রশাসকের সুপারিশক্রমে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনও পেয়েছি। আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। দেশের আবাসন সংকট নিরসনে পুষ্পধারা ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর সৈয়দ মাসুদুর রহমান, পিরোজপুর পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. খায়রুজ্জামান সবুজ, পুষ্পধারার জেনারেল ম্যানেজার (কর্পোরেট ব্র্যাঞ্চ) আব্দুল্লাহ আল মামুন সহ পুষ্পধারার অসংখ্য গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী।