ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ঢাকায় ২২ ফেব্রুয়ারি ফিশারিজ এন্টারপ্রেনার সামিট-২০২৫ অনুষ্ঠিত হবে


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫

আপডেট:
১০ মে ২০২৫ ০৯:৪১

বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়ন এবং উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের সার্বিক সহায়তায় ও বিজম্যান মিডিয়া লিমিটেডের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিশারিজ এন্টারপ্রেনার সামিট-২০২৫।

আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় দিনব্যাপী ফিশারিজ এন্টারপ্রেনার সামিট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি.২০২৫ সোমবার মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেন, মৎস্য খাত বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং বৈদেশিক মূদ্রা আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশের মৎস্য খাতকে আরও আধুনিক, টেকসই ও লাভজনক করার লক্ষ্যে সরকারি-বেসরকারি মৎস্য খাত, নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির উপায়, ব্যবসায়িক সম্পর্ক স্থাপন, গবেষক, বিনিয়োগকারী, ব্যবসায়ী, পরামর্শদাতা, উদ্যোক্তাসহ মৎস্য খাতের বিভিন্ন পেশাজীবীর মানুষের পদচারণায় মুখর থাকবে এই সামিট।

ফিশারিজ এন্টারপ্রেনার সামিট ২০২৫ উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে ফরিদা আখতার, উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কি-নোট আলোচক হিসেবে ড. এ. কে. এম নওশাদ আলম, প্রাক্তন ডিন, মৎস্য অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, ড. এ. কে. এম নওশাদ আলম, প্রাক্তন ডিন, মৎস্য অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ড. কাজী আহসান হাবিব, ডিন, ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, মোহাম্মদ মাহমুদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, বিজম্যান মিডিয়া লিমিটেড এবং অন্যান্য ব্যক্তিবর্গ।