ঢাকা বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


মোহাম্মদপুরে মডেল মৌ আটক


২ আগস্ট ২০২১ ০৭:৪১

আপডেট:
২ আগস্ট ২০২১ ০৭:৪৪

বিদেশি মদ ও মাদকদ্রব্যসহ নিজ বাসায় মডেল মৌ

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে মডেল অভিনেত্রী মৌ আক্তারকে মাদকসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিআি)। রোববার (১ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত তার বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

তবে এ বিষয়ে পুলিশের কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ বিষয়ে সোমবার (২ আগস্ট) বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, বারিধারার বাসা থেকে মডেল পিয়াসাকে আটকের পরপর গোয়েন্দা পুলিশের অপর একটি দল মৌ'র বাসায় অভিযান শুরু করে। এসময় তিনি বাসায় অবস্থান করছিলেন। তার বাসা থেকেও বিদেশি মদ জব্দ করা হয়েছে।