ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


ভালোই জমেছে আরিয়ান-লারিসার রসায়ন


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৩:৩১

আরিয়ান খান এবং লারিসা বোনেসি

প্রেমের জল্পনায় কি সিলমোহর দিলেন আরিয়ান খানের চর্চিত প্রেমিকা লারিসা বোনেসি? রবিবার মুক্তি পেয়েছে শাহরুখ-পুত্র পরিচালিত প্রথম কাজের ঝলক, যা এরই মধ্যে সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। এবার স্যোশাল মিডিয়ায় সেই ঝলক ভাগ করে নিয়ে আরিয়ানকে ‘বিশেষ বার্তা’ দিলেন লারিসা।

এই ঝলকে নাকি আরিয়ানকে হুবহু তার বাবা শাহরুখের মতোই দেখতে লাগছে, এমনই দাবি দর্শকের। ঝলকের ভিডিওতে দেখা যাচ্ছে, আরিয়ান হেঁটে আসছেন এবং তার পরে তার কণ্ঠে শোনা যাচ্ছে শাহরুখের ছবি ‘মহব্বতে’র জনপ্রিয় সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’।

বাবার রূপে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের আসন্ন সিরিজের অভিনেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আরিয়ান। ঝলক নিয়েই আপাতত হইচই পড়ে গেছে দর্শকের মধ্যে। লারিসা সেই ভিডিও ভাগ করে লিখেছেন, ‘অপ্রতিরোধ্য, অতুলনীয়! সত্যিই বিশ্বসেরা!’ এমনই ভূয়সী প্রশংসায় চর্চিত প্রেমিককে ভরিয়ে দিয়েছেন লারিসা। তিনি আরিয়ানের জন্য গর্বিত। কিন্তু ‘গর্বিত’ শব্দটি আরিয়ানের জন্যে খুবই তুচ্ছ বলেও মনে করেন তিনি।

এই প্রথম নয়। এর আগেও প্রকাশ্যে আরিয়ানের প্রশংসায় মেতেছেন লারিসা। গত ফেব্রুয়ারিতে আরিয়ানের এই সিরিজের ঘোষণা করা হয়েছিল। সেই সময়েও আরিয়ানের প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন লারিসা।

সেই সময়ে তিনি লিখেছিলেন, ‘এটাই সারা বিশ্বে সবচেয়ে প্রতীক্ষিত সিরিজ। এটি তৈরি করছেন বিশ্বসেরা এবং অসাধারণ ব্যক্তি আরিয়ান খান।’ তখন থেকেই লারিসা ও আরিয়ানের সম্পর্কের জল্পনা ঘনীভূত হতে শুরু করে।