ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


রিফাত হত্যা

মিন্নি-নয়নের বিয়ের মিষ্টি বিতরণ করেন নয়নের মা


৩১ জানুয়ারী ২০২০ ১২:২৯

আপডেট:
২১ মে ২০২৪ ০৪:৩৭

বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে আরও তিনজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।  আজ বৃহস্পতিবার সকাল ৯টার পর স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়।

ওই তিনজনের মধ্যে মাকসুদা বেগম নামের এক স্বাক্ষী আদালতকে জানান, ২০১৮ সালের ১৫ অক্টোবর বিকেলে নয়ন ও মিন্নির বিয়ে হয়। বিয়ের পর মিষ্টি বিতরণ করেন নয়ন বন্ডের মা শাহিদা বেগম।

আদালতে সাক্ষ্যগ্রহণের সময় আয়শা সিদ্দিকা মিন্নিসহ নয়জন আসামি সেখানে উপস্থিত ছিলেন। এ পর্যন্ত জেলা ও দায়রা আদালতে ৩৪ এবং শিশু আদালতে ১৭ জনের সাক্ষ্য ও জেরা সমাপ্ত হলো।

আজ সকাল সাড়ে ৯টায় বরগুনা জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় আটজন প্রাপ্তবয়স্ক আসামিকে দায়রা আদালতে হাজির করা হয়।  এ সময় জামিনে থাকা মিন্নিও আদালতে উপস্থিত হন।  সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের আবার কারাগারে পাঠানো হয়