ট্রিওজিএম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সরোজ মেহেদী

রিসার্চ ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট (ট্রিওজিএম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক সরোজ মেহেদী।
বিশ্বব্যাপী নানা ধরনের কনফারেন্স ও একাডেমিক কার্যক্রম পরিচালনার প্লাটফর্ম ট্রিওজিএম তাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি ঘোষণা করে।
মেহেদী বাংলাদেশে ট্রিওজিএম’র সব ধরনের কার্যক্রমের প্রচারণায় অংশ নেবেন। বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক সরোজ মেহেদী দেশ-বিদেশে নানা ধরনের সংগঠন ও সংস্থার সাথে যুক্ত রয়েছেন।
তিনি আগামী মে মাসে ইতালিতে অনুষ্ঠেয় সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের (মেডকম-২০২০) বাংলাদেশ চ্যাপ্টারের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
একসময় সাংবাদিকতা করা মেহেদী জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, মালয়েশিয়া, ইউক্রেনসহ বেশ কিছু দেশে বিভিন্ন কনফারেন্সসহ প্রোগ্রামে যোগ দিয়েছেন।
এছাড়া তিনি ভ্রমণ করেছেন আরও বেশ কিছু দেশ। জার্মানির ল্যামবার্ট প্রকাশনী থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে মেহেদীর লেখা প্রথম বই ‘পলিটিক্যাল ইউজ অব মিডিয়া ইন সাউথ এশিয়া’।