ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বড় চমক থাকছে মন্ত্রিসভায়: কাদের


৫ জানুয়ারী ২০১৯ ০১:০১

আপডেট:
৫ জানুয়ারী ২০১৯ ০১:০১

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের এমপিরা দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি যে ভুল করেছে, এবার শপথ না নিয়ে একই ভুল করছে।

‘জনগণ সংসদে কথা বলার জন্য তাদের নির্বাচিত করেছে। তারা যদি শপথ না নেন, তাহলে তাদেরকে ভুল এবং ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হবে’ যোগ করেন তিনি।

নতুন মন্ত্রিসভা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে বিশাল জয় যেমন এসেছে, মন্ত্রিসভায়ও বড় চমক থাকতে পারে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মহাজোটের এমপিরা বৃহস্পতিবার শপথ নেন। আগামী সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। এবারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।