ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক


৫ জানুয়ারী ২০১৯ ০১:০৭

আপডেট:
৫ মে ২০২৫ ০১:৪০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

শুক্রবার সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত অন্য দুই বিএনপি নেতা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

ধারণা করা হচ্ছে- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে ধরতে পারে বিএনপি প্রতিনিধি দল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ঘোষিত ২৯৮ আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। মাত্র ছয়টি আসন পাওয়া বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে এবং শপথগ্রহণ থেকে বিরত রয়েছে।

বিরোধী জোট অনিয়মের তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করেছে। তবে সেই সম্ভাবনা আগেই নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা