ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রোববার বনানীতে সমাহিত হবেন সৈয়দ আশরাফ


৫ জানুয়ারী ২০১৯ ০৮:০৩

আপডেট:
৫ মে ২০২৫ ০১:৪৩

রোববার বনানীতে সমাহিত হবেন সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে রোববার বনানী কবরস্থানে সমাহিত করা হবে। জনপ্রশাসনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা একে এম সাজ্জাদ হোসেন শাহীন দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার ব্যাংকক থেকে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জনপ্রিয় এই রাজনীতিকের কফিন ঢাকা আসবে।

সাজ্জাদ হোসেন জানান, শনিবার বিমানবন্দর থেকে সরাসরি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে নিয়ে যাওয়া হবে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ।

তিনি জানান, এরপর ৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের সংসদ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। গার্ড অব অনার দেওয়া হবে তাকে। সেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতারা শেষ বারের মতো শ্রদ্ধা জানাবেন তার কফিনে।

তিনি আরো জানান, এরপর সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ জন্মস্থান কিশোরগঞ্জে ও কৈশোরে বড়ে ওঠা শহর ময়মনসিংহ নেওয়া হবে। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে বেলা ১২টায় দ্বিতীয় জানাজা ও ময়মনসিংহ ঈদগাহ মাঠে বেলা ২টায় সর্বশেষ জানাজা শেষে ঢাকায় বনানী কবরস্থানে দাফন করে শেষ বিদায় জানানো হবে রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আশরাফুল ইসলামকে।

ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যাংকের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার ঢাকার সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন তিনি।