ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মন্ত্রী হচ্ছেন সালাম মুরশেদী, রাসেল ও ডা. এনাম?


৫ জানুয়ারী ২০১৯ ১০:৫৮

আপডেট:
৫ জানুয়ারী ২০১৯ ১১:১২

মন্ত্রী হওয়ার আলোচনায় খুব জোরেশোরে নাম শুনা যাচ্ছে ব্যবসায়ী আব্দুস সালাম মুরশেদী, ডা. এনামুর রহমান ও মো: জাহিদ আহসান রাসেলের নাম। এ তালিকায় আরো রয়েছেন শ.ম রেজাউল, শেখ ফজলে নূর তাপস , এ কে মোমেন। 

দৈনিক আমাদের দিনকে সংসদ পাড়া ও গণভনের কয়েকটি সূত্র এরকম তথ্য জানিয়েছে। 

খুলনা-৪ আসন থেকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুরশেদী। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির আজিজুল বারী হেলাল ধানের শীষে পেয়েছেন ১৪ হাজার ১৮৭ ভোট। তিনি ব্যবসায়ী সয়াজে আওয়ামী লীগের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। 

ঢাকা-১৯ (সাভার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডা. এনামুর রহমান। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৪’শ ২৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু পেয়েছেন ৬৯ হাজার ৫’শ ৬৬ ভোট। টানা দ্বিতীয় বারের মত ডা. এনামুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাভারে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। রানা প্লাজা ধ্বসের সময় এনাম মেডিক্যালে চিকিৎসা দিয়ে আলোচনায় আসেন তিনি। 

মো: জাহিদ আহসান রাসেল । তিনি ২০০৪ সালে উপনির্বাচন, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে জাহিদ আহসান রাসেল পরপর তিনবার বিপুল ভোটের ব্যবধানে গাজীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনেও এমপি হয়েছেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা আহসান উল্লাহ মাস্টার।