কেউ আসবে কেউ যাবে, এটাই নিয়ম: তোফায়েল

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সোনালী অধ্যায়ে প্রবেশে করেছে জানিয়ে বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এটা (মন্ত্রণালয়) হলো একটি আসা-যাওয়ার রঙ্গমঞ্চ। কেউ আসবে কেউ যাবে, এটাই নিয়ম।’
সোমবার (৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তোফায়েল বলেন, ‘আমি ৯ বছর বাণিজ্যমন্ত্রী ছিলাম, বাংলাদেশে এতো সময় ধরে আর কেউ-ই এ দায়িত্বে ছিলেন না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৫ বছরে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে জানিয়ে আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা বলেন, ‘পদ্মাসেতুসহ বিভিন্ন মেগা প্রকল্প আগামী ৫ বছরে শেষ হবে। ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত বাংলাদেশ গঠন হবে। ২০৩০ সালে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পৌঁছে যাবে।’
এসময় তোফায়েল বর্তমান মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তার মধ্য দিয়ে এবারের মন্ত্রিসভায় নতুনদের জায়গা দিয়েছেন। যারা মন্ত্রী হচ্ছেন তারা সবাই যোগ্য, পরীক্ষিত নেতা। এবারের সংসদ হবে প্রাণবন্ত। গতবার যেমন বিরোধী দলের নেতারা মন্ত্রী ছিলেন, এবার তা নেই।’
সদ্য প্রয়াত নেতা সৈয়দ আশরাফের প্রশংসা করে বিদায়ী বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি ছিলেন একজন পরীক্ষিত নেতা। আশরাফ আশরাফই, তার মতো আর কোনো নেতা আসবে না।’
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘চলার পথে ভুল-ত্রুটি হতে পারে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রায়ই বলতাম এখানে সচিব থাকবে, আমি থাকবো না। তাই একই পরিবারের সদস্য হয়ে সৎ থেকে দায়িত্বের সঙ্গে উন্নয়ন অব্যাহত রাখতে হবে।’