ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


শেখ হাসিনাকে বিমসটেক, সার্ক ও পিইউআইসির অভিনন্দন


৯ জানুয়ারী ২০১৯ ২১:২৫

আপডেট:
১১ মে ২০২৪ ১৮:২৬

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিমসটেক, সার্ক ও পিইউআইসি।

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিমসটেক, সার্ক ও পিইউআইসি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক অভিনন্দন বার্তায় তারা আগামী বছরগুলোতে পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

বিমসটেক মহাসচিব এম শহীদুল ইসলাম এক অভিনন্দন বার্তায় বলেন, পরপর তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। এরফলে বাংলাদেশ প্রবৃদ্ধি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।

ওআইসি সদস্য দেশগুলো পার্লামেন্টারি ইউনিয়নের (পিইউআইসি) মহাসচিব মোহাম্মদ খোরাইসি নিয়াস অভিনন্দন বার্তায় বলেন, মুসলিম উম্মাহর সেবায় তারা বাংলাদেশের সরকার ও পার্লামেন্টের অব্যাহত সমর্থন দিয়ে যাবেন।

সার্ক মহাসচিব আমজাদ হোসেন সিয়াল তার অভিনন্দন বার্তায় বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, সার্কের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে।