‘ভুঁইফোড়’ অনলাইন মোকাবিলা করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকা: সবার সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে ‘ভূঁইফোড়’ অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার প্রথম কর্মদিবসে তথ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে ইন্টারনেট গ্রাহক বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন সংবাদমাধ্যমগুলোর জনপ্রিয়তাও বেড়েছে। এই সুযোগে তৈরি হয়েছে অনেক ভূঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম। অনেকে ফেইসবুকে বিভিন্ন মনগড়া খবরও ছড়াচ্ছে। ভুল সংবাদ পরিবেশন করায় অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। তাই এসব অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মূলধারার সাংবাদিকদের পাশে থাকারও আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক বন্ধুদের অনেক অভাব অভিযোগ আছে। সেগুলো সমাধান করতে রাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা যায় সেভাবে কাজ করব।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অনলাইন মিডিয়ার ব্যাপক বিকাশ ঘটেছে। এটা শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেই অনেকগুলো বেসরকারি টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।
গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সমঝোতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান