ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


পোশাক খাতের মজুরি কাঠামো পর্যালোচনায় ১২ সদস্যের কমিটি


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০১৯ ২২:৫৮

পোশাক খাতের মজুরি কাঠামো পর্যালোচনায় ১২ সদস্যের কমিটি

দেড় মাস আগে ঘোষিত নতুন মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শ্রম ভবনে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, মালিক পক্ষের ৫ জন, শ্রমিক পক্ষের ৫ জন এবং সরকারের বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে ১২ সদস্যের একটি কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মজুরির অসঙ্গতিগুলো খতিয়ে দেখবে এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে। পাশাপাশি রাস্তায় নেমে বিশৃঙ্খলা না করে শ্রমিকদের কাজে ফেরারও আহ্বান জানিয়েছেন তিনি।

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তিন দিন ঢাকার রাস্তায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে এই বৈঠকে ডাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ানের সভাপতিত্বে দুই ঘণ্টার এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি ছাড়াও মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক বিজিএমইএ  সভাপতি আতিকুল ইসলাম, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ নেতা আব্দুস সালাম মুর্শেদী, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ঊর্ধতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে বেতন কাঠামোতে বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে গত রবিবার থেকে টানা তিন দিন রাস্তায় আন্দোলন করে পোশাক শ্রমিকরা।