বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে ছাত্রলীগের সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলের শীর্ষ নেতারা।।
এছাড়া্ও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসাইন ও সাধারণ সম্পাদক।
এ সময় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’ ইত্যাদি স্লোগানে পুরো ৩২ নম্বর এলাকা মুখরিত হয়ে ওঠে।
উল্লেখ্য, আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি (বৃহস্পতিবার)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে দুপুর ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তার আগে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তিনি লন্ডন যান। লন্ডর থেকে দিল্লী হয়ে ঢাকায় ফেরেন।