ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মেজরের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ


১৪ জানুয়ারী ২০১৯ ১২:১১

আপডেট:
৫ মে ২০২৫ ০৬:০৮

মারধরের ঘটনায় আহত ম্যাজিস্ট্রেটের নাম রাজিবুল ইসলামের ফেসবুক প্রোফাইল থেকে নেয়া ছবি।

সাভারে পেশাগত দায়িত্ব পালনের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক মেজরের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হওয়ায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। রবিবার সকালে সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপের তৈরি পোশাক কারখানার ভেতরে এ মারধরের ঘটনা ঘটেছে।

মারধরের ঘটনায় আহত ম্যাজিস্ট্রেটের নাম রাজিবুল ইসলাম এবং যে মেজরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তার নাম রহমত। তিনি বিজিবির ঢাকা সেক্টর সদর দপ্তরে কর্মরত আছেন বলে জানা গেছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান বলেন, শ্রমিক অসন্তোষের কারণে সাভার উপজেলায় ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করছেন। রবিবার সকালে বিজিবির একটি দলের সঙ্গে সাভারের উলাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম। সেখানে বিজিবির দলটির নেতৃত্ব দিচ্ছিলেন মেজর রহমত। দায়িত্ব পালনের সময় একটি বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় বিজিবির মেজর রহমত রাজিবুলকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ঘটনায় রাজিবুল জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে একটি লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

লিখিত প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম আল মুসলিম কারখানার ভেতরে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি কক্ষের ভেতরে মেজর রহমত তার অধীনস্থ বিজিবির দুই সদস্যকে ডেকে বলেন পরিস্থিতি খারাপ হলে সরাসরি গুলি করতে হবে, পরে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এঘটনায় রাজিবুল প্রতিবাদ করে বলেন, নিয়মানুযায়ী উদ্ভূত পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েই গুলি করতে হবে। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মেজর রহমত রাজিবুলের ওপর চড়াও হয় এবং তাকে কিল-ঘুষি লাথি মেরে আহত করেন। রাজিবুল কোনো রকমে ঘর থেকে বের হয়ে বাইরে রাখা গাড়ির কাছে গিয়ে আশ্রয় নেন। পরে জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা গিয়ে তাঁকে উদ্ধার করেন।



আহত অবস্থায় ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম রবিবার দুপুরে সাড়ে তিনটার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমজাদুল হক