ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মধ্যরাতে শীতার্তদের পাশে ছাত্রলীগ সা.সম্পাদক


১৪ জানুয়ারী ২০১৯ ২১:৫৫

আপডেট:
৫ মে ২০২৫ ০৬:২২

মধ্যরাতে শীতার্তদের পাশে ছাত্রলীগ সা.সম্পাদক

 

মধ্যরাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা খ্যাত গোলাম রাব্বানী। রবিবার মধ্য রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশ এলাকায় ঘুরে ঘুরে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।

মাঝরাতে হেঁটে হেঁটে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, ‘বড় ভাইদের সহযোগিতায় শীতবস্তু গুলো সংগ্রহ করেছি; যাতে এই তীব্র শীতের মাঝে একজন মানুষ অন্তত একটু ভালো থাকতে পারে।

’ দেশের বৃহৎ একটি সংগঠনের নেতা হওয়ার পরও মাঝরাতে শীতবস্ত্র বিতরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘খুব সামান্য একটি বিষয়। যার যার সাধ্যমতো এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত। নিজের দায়িত্ববোধ থেকেই মাঝ রাতে মানুষের পাশে দাঁড়িয়েছি।’

তীব্র শীতে জবুথবু মালেকা বানু শীতবস্ত্র পেয়ে বলেন, ‘শীতে ভালোভাবে ঘুমাতে পারিনি। এমনকি পোলাডার একটা শীতের পোষাক ছিলনা ভিক্ষার টাকা জমিয়ে টাকা জমিয়ে একটি কম্বল কিনতে চেয়েছিলাম। কিন্তু টাকার জোগাড় না হওয়ায় তা আর কেনা হয়নি। তাই এই চাদরটি পেঁচিয়েই ঘুমিয়েছি। এই কম্বল আমাকে শীতের হাত থেকে বাঁচিয়ে দিল।’আমার পোলাডারে শান্তিমত ঘুমাতে পারব।