ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বেশি কিছু নয়, সুখে-দু:খে খবর নিলেই এরা আত্মতৃপ্তি পায়: এমপি শাওন


১৫ জানুয়ারী ২০১৯ ১১:০৮

আপডেট:
১৫ জানুয়ারী ২০১৯ ১১:১৩

সুখে-দু:খে, বিপদে-আপদে খোঁজখবর নিলেই এরা আত্মতৃপ্তি পায়: এমপি শাওন

সুখে-দু:খে, বিপদে-আপদে খোঁজখবর নিলেই এরা আত্মতৃপ্তি পায় বলেন মনে করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের তিনবার নির্বাচিত এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
তিনি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্টাটাসে এ মন্তব্য করেন। তিনি বলেন,নদী পাড়ের সহজ সরল এ মানুষগুলোর কল্যানে দিনরাত কাজ করে যাচ্ছি।

এরা তিন তিনবার বিপুল ভোটে আমাকে এ অঞ্চলে প্রতিনিধিত্ব করার জন্য সাংসদ নির্বাচিত করেছেন। আমার কাছে এদের চাওয়া পাওয়ার তেমন কিছু নেই। একটু সুখে-দু:খে, বিপদে-আপদে খোঁজখবর নিলেই এরা আত্মতৃপ্তি পায়। আমি এতটুকু করতে নুন্যতম কার্পণ্য করি না। একটু সুযোগ পেলেই আমি চলে আসি তাদের ঠিকানায়

নদী পাড়ের সহজ সরল এ মানুষগুলোর কল্যানে দিনরাত কাজ করে যাচ্ছি। এরা তিন তিনবার বিপুল ভোটে আমাকে এ অঞ্চলে প্রতিনিধিত্ব করার জন্য সাংসদ নির্বাচিত করেছেন। আমার কাছে এদের চাওয়া পাওয়ার তেমন কিছু নেই। একটু সুখে-দু:খে, বিপদে-আপদে খোঁজখবর নিলেই এরা আত্মতৃপ্তি পায়। আমি এতটুকু করতে নুন্যতম কার্পণ্য করি না। একটু সুযোগ পেলেই আমি চলে আসি তাদের ঠিকানায়