ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ভারত যাচ্ছেন সিইসি


১৫ জানুয়ারী ২০১৯ ২১:৫৪

আপডেট:
৫ মে ২০২৫ ০৯:৩৩

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সফলভাবে সম্পন্ন করা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এবার ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি দেশটির ‘জাতীয় ভোটার’ দিবসের অনুষ্ঠানে অংশ দেবেন।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


চিঠিতে বলা হয়, সিইসি নূরুল হুদা ভারতের ‘জাতীয় ভোটার’ দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। ২৪ ও ২৫ জানুয়ারির অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ জন্য তিনি ভারতের উদ্দেশে ২৩ জানুয়ারি রওনা দেবেন এবং ঢাকায় ফিরবেন ২৮ জানুয়ারি।

চিঠিতে আরও বলা হয়, সিইসির ভারত সফর প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। এই সফরে হোটেলে থাকা, খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বহন করবে ভারতের নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন সিইসির বিমান ভাড়া ও অন্যান্য ব্যয়ভার বহন করবে।

নূরুল হুদার সফরসঙ্গী হবেন তার স্ত্রী হোসনে আরা হুদা। স্ত্রীর সব ব্যয়ভার সিইসি বহন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত আরেকটি চিঠিতে বলা হয়, একই অনুষ্ঠানে যোগ দিতে ২৩ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। তিনি ফিরবেন ২৬ জানুয়ারি।

অন্যদিকে দেশে ১ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন।