নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা দিবস পালিত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সভাপতি ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক ও রাকসুর সাবেক ভিপি এ্যাড. নুরুল ইসলাম ঠান্ডু ও প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এ্যাডভোকেট মশিউর মালেকের নেতৃত্বে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগরের সভাপতি দয়াল বেলাল শাহ’র নেতৃত্বে ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটি, ঝিনাইদহ জেলা কমিটি, সিলেট মহানগর কমিটিসহ বিভিন্ন মহানগর, জেলা, উপজেলার নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোজাফফর হোসেন পল্টু। শপথ পাঠ শেষে নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য রালি ঢাকা শহরে প্রদক্ষিন করে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।