ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


২৭ জানুয়ারী ২০১৯ ১১:২৩

আপডেট:
১১ মে ২০২৪ ২০:৩৪

প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সেদেশের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতরত্ন পদক লাভ করায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’ খবর: বাসস

ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে শুক্রবার দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ ভারতরত্ন পদকে ভূষিত করেন। আজ শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।

একইসঙ্গে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখকে মরণোত্তর এই পদক দেয় হয়।

কয়েক দশক ধরে ভারতের জাতীয় কংগ্রেসে সিনিয়র নেতা প্রণব মুখার্জী ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রণব মুখার্জী কংগ্রেস সরকারের আমলে ভারতের অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।