ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঢাকা উত্তরের মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩১

আপডেট:
৫ মে ২০২৫ ২১:১০

ঢাকা উত্তরের মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার সকালে পাঁচ মেয়র প্রার্থীর দু’জন আর বাকি তিন প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার এ প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বরাদ্দ পান দলীয় প্রতীক ‘নৌকা’। আর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম পান প্রয়াত মেয়র আনিসুল হকের বিজয়ী হওয়া প্রতীক ‘দেয়াল ঘড়ি’।

এছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ ‘লাঙল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান ‘আম’ এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান ‘বাঘ’ প্রতীক পান।

প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং অফিসার আবুল কাসেম প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, প্রতীক বরাদ্দের মাধ্যমে আজ থেকে সবাই নির্বাচনে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ কারণে এখন থেকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলবেন।

প্রচারণা চালানোর সময় পথসভা যতটা সম্ভব এড়িয়ে ‘ডোর টু ডোর’ প্রচারণা চালানোরও নির্দেশনা দেন তিনি।

এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, রোববার থেকেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে।

প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রার্থী ববি হাজ্জাজকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।


প্রসঙ্গত, এই উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলামসহ মোট ছয়জন। যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির প্রার্থী সংগীতশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হলেও পরে তিনি আপিলে প্রার্থিতা ফিরে পান। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে শনিবার নির্বাচন থেকে সরে দাঁড়ান ববি হাজ্জাজ।

ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর সিটির মেয়র পদে এবং উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি-প্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট। একই ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম গণতান্ত্রিক জোট।