ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নতুন কমিটি ঘিরে আলোচনায় আসামী অছাত্র ব্যবসায়ী

লালবাগ থানা ছাত্রলীগের কমিটি ঘিরে আলোচনায় বিতর্কিতরা


৯ নভেম্বর ২০১৯ ০৬:৩৮

আপডেট:
৮ মে ২০২৫ ১৯:৫৪

ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত পুরাণ ঢাকা লালবাগ থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে আলোচনায় সাজাপ্রাপ্ত আসামী অছাত্র এবং রেষ্টুরেন্ট ব্যবসায়ীসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতরা বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, লালবাগ থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে আলোচনায় সাজাপ্রাপ্ত আসামী অছাত্র এবং রেষ্টুরেন্ট ব্যবসায়ী ইমরান হোসেন মজুমদার।
নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, ইমরান হোসেন মজুমদার পুরান ঢাকা ভর্তা বাড়ী রেষ্টুরেন্টের মালিক একই সাথে তার কোন বৈধ ছাত্রত্ব নেই্। এছাড়া তিনি একটি মামলায় জেল খেটেছেন বলে অভিযোগ রয়েছে্ মামলার একটি কপি দৈনিক আমাদের দিন এর হাতে পৌছেছে।
এছাড়া আরো জানা যায়, লালবাগের থানা বড় একটি গ্রুপ তাকে নেতা বানাতে মরিয়া হয়ে উঠেছে।
এসম্পর্কে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় বলেন, ছাত্রলীগে বিতর্কিত কাউকে জায়গা দেওয়া হবেনা। যদি বিতর্কিত কাউকে নেতা বানায় তাহলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, বিতর্কিত কাউকে নেতা বানাবো না। ছাত্রলীগের নেতৃত্ব আসতে গেলে অবশ্যই মেধাবী ,ক্লিন ইমেজ হতে হবে।