ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ এডিসি হলেন নুরুল আমিন


১৩ নভেম্বর ২০১৯ ১৩:৩৫

আপডেট:
১৩ নভেম্বর ২০১৯ ২১:১৪

টানা তৃতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ এডিসি হলেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুরুল আমিন । গত সোমবার সকাল ১১টায় ডিএমপি হেড কোয়ার্টার্সে তাকে পুরস্কৃত করা হয়।

জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসের বিট পুলিশিং কার্যক্রম মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন সাফল্য ও কর্মতৎপরতার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শফিকুর ইসলাম। বিট পুলিশিং কার্যক্রম শ্রেষ্ঠ বিভাগ ক্যাটাগরিতে ডিএমপি কমিশনারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুরুল আমিন।

নুরুল আমিননের সুযোগ্য ও চৌকস নেতৃত্বে বিট পুলিশিংয়ে টানা তৃতীয়কবার শ্রেষ্ঠ বিভাগের মর্যাদা লাভ করল ওয়ারী বিভাগ।