ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


৫৬ বছর বয়সে বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী


১৪ নভেম্বর ২০১৯ ১২:৫২

আপডেট:
৮ মে ২০২৫ ২৩:৩৫

প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান সম্প্রতি দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয়েছেন। পাত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমেদ। তিনিও কবি। গুলতেকিন ও আফতাবের ঘনিষ্ট ও পারিবারিক সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।

গুলতেকিন খানের বনানীর বাসায় চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

আফতাব আহমেদেরও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে কয়েক বছর আগে বিয়ে বিচ্ছেদ হয়। আফতাবের একমাত্র ছেলে লন্ডনে পড়াশোনা করছেন।

হুমায়ূন আহমেদ এবং গুলতেকিন খানের বিয়ে হয় ১৯৭৩ সালে। তিনি প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর নাতনি। হুমায়ূন এবং গুলতেকিন দম্পতির চার ছেলেমেয়ে। তিন মেয়ে নোভা, শীলা ও বিপাশা এবং ছেলে নুহাশ। দীর্ঘ ৩২ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে ২০০৫ সালে ডিভোর্সের মাধ্যমে তারা বিচ্ছিন্ন হয়ে যান।

গুলতেকিন খানের বয়স এখন ৫৬ বছর। এখন তিনি নিয়মিত কবিতা লেখায় মনোযোগী। ইতিমধ্যে তার ৩টি বইও প্রকাশ হয়েছে।