সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাতউল্লাহ সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ফেব্রম্নয়ারি দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন এ আদেশ দেন।
এর আগে ২৯ সেপ্টেম্বর সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এই ট্রাইব্যুনাল। সেফুদার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি জানিয়ে প্রতিবেদন দেয়। এরপর তার সম্পত্তি ক্রোকের আদেশ আসে বলে জানান ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কেঁŠসুলি নজরুল ইসলাম শামীম।
গত ১০ সেপ্টেম্বর সেফাত উল্লাহ সেফুদার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধের বিষয়ে প্রতিবেদন দাখিল করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। প্রতিবেদনে বলা হয়, অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী আসামি সেফাত উল্লাহ সেফুদা অনলাইনে একাধিক ভিডিও আপলোড করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। গত ২৩ এপ্রিল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী আলীম আল রাজি জীবন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তর নির্দেশ দেয়।