নোয়াখালী আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে আহত ১৩

নোয়াখালীতে আওয়ামী লীগের জেলা সম্মেলনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দফায় দফায় দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১৩০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। তার মধ্যে ১০৩ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে রাস্তার দুই পাশের এবং সম্মেলন স্থলের আশপাশে সাঁটানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ভাঙচুর করা হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের সমর্থকরা মিছিল সহকারে শহীদ মিনার প্রাঙ্গণে যায়। মিছিল নিয়ে ফিরে আসার পথে টাউন হল মোড়ে অপর সাধারণ সম্পাদক প্রার্থী একরামুল করিম চৌধুরীর সমর্থকরা এদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শহীদ ভুলু স্টেডিয়ামের কাছাকাছি উভয়পক্ষের মিছিল পৌঁছলে আরও সংঘর্ষ হয়।
নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল অভিযোগ করে বলেন, বিনা উস্কানিতে এমপি ও তার লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ সম্মেলনকে বানচাল করার উদ্দেশে তারা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল।