ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনায় আক্রান্ত


১৩ মার্চ ২০২০ ১৬:৫৩

আপডেট:
১১ মে ২০২৪ ১৪:০০


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের–ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের কারণে দেখা দেওয়া কোভিড–১৯ রোগের উপস্থিতি শনাক্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ট্রুডোর কার্যালয় থেকে এ কথা ঘোষণা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোফিকে নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথক রাখা হবে। বিজনেস টাইমস

খবরে জানানো হয়, সোফির শরীরে করোনাভাইরাস-সৃষ্ট রোগ ধরা পড়লেও তা এখনো প্রকট হয়ে ওঠেনি। মৃদু মাত্রায় রয়েছে। তবে জাস্টিন ট্রুডোর শরীরে এখনো ওই ভাইরাস শনাক্ত হয়নি।


বুধবার যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের খানিকটা অসুস্থ বোধ করেন। এরপর থেকে ট্রুডো ও তাঁর স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে আছেন। তবে ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি। আর তাঁর স্ত্রীর শারীরিক পরীক্ষা করা হয়।

ট্রুডো এবং ট্রুডোর র স্ত্রী সোফি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে এক স্টাটাসে এতথ্য নিশ্চিত করেন।