ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ত্রাণ নয়, ভালবাসার উপহার নিয়ে "আমরা সবাই" ফাউন্ডেশন


৯ এপ্রিল ২০২০ ০৬:৩০

আপডেট:
৯ এপ্রিল ২০২০ ০৬:৪৭

কোভিড-১৯ এ স্তব্ধ পুরো বিশ্ব ।পুরো বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে জনজীবন হয়ে পড়েছে স্থবির।

এহেন পরিস্থিতিতে সবচেয়ে বেকায়দায় পড়েছেন দুস্থ ও অসহায় খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষজন। সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন এখন তাদের।

অনেকেই অবশ্য সামর্থ্য অনুযায়ী দুস্থদের পাশে দাঁড়াচ্ছেনও। এবার সেই তালিকায় যুক্ত হলেন " আমরা সবাই" ফাউন্ডেশন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।

তাদের স্লোগান, ত্রান নয়, ভালবাসার উপহার । আর এই ভালবাসার উপহার নিয়ে মধ্যবিত্তদের দরজায় কড়া নাড়ছেন " আমরা সবাই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এইভাবে নিয়মিত ভালবাসার উপহার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তারা, উদ্দেশ্য একটাই সবাইকে নিয়ে ভালো থাকা।

এসম্পর্কে  "আমরা সবাই" ফাউন্ডেশন এর সহ-সভাপতি ও ট্রাষ্টি সদস্য এবং ভালবাসার উপহার প্রকল্পের প্রধান সমন্বয়কারী ইঞ্জিঃ মোঃ সাকীল খান বলেন, আমরা সবাই ফাউন্ডেশন ও CSWPD Foundation এর উদ্যোগে সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
" ভালবাসার উপহার " চালু করেছি। সমাজের কিছু মানুষ আছে যারা শত কষ্টে থাকলেও তারা ত্রাণ সামগ্রী নেওয়ার মানসিকতা পোষণ করেন না, তাদের অবস্থান চিন্তা করে আমরা আমাদের স্লোগান ত্রাণ নয়, ভালবাসার উপহার এর আলোকে কার্যক্রম পরিচালিত করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সকলের সহযোগিতা পেলে আমরা আমাদের এই কার্যক্রম চলমান রাখতে পারবো।
এছাড়াও ব্যক্তি উদ্যোগে করোনা ইস্যুতে আমার নিজ উপজেলা কুষ্টিয়ার দৌলতপুরে জনসচেতনতা তৈরিতে মাইকিং, মসজিদ জীবাণুনাশক এর উদ্যোগ গ্রহন, মসজিদের ওজখানা গুলোতে সাবান প্রদানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনের চেষ্টা অব্যাহত রেখেছি। এছাড়াও আমার এবারের বৈশাখী ভাতার প্রাপ্ত ১০০% টাকা অসহায় মানুষগুলোর খাদ্য সহযোগিতায় ব্যয় করার পরিকল্পনা নিয়েছে।

একই সাথে আমার নিজ উপজেলায় অসহায় মানুষদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুছি চালাচ্ছি।
বৈশ্বিক এ বিপর্যয়ে সরকারের পাশাপাশি সমাজের সকল বিওবান মানুষগুলোকে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

এদিকে আপনি চাইলে এ মহৎকাজের অংশীদার হতে পারেন,

সহযোগিতা করতে চাইলে
বিকাশ পারসোনাল -০১৭১৯৪৫২৩৬৫
,
Md Shakil Khan হিসবা নং-১০৩.১০৩.০০৩৪৭৫৯, ডাচ বাংলা ব্যাংক ( একাউন্ট ট্রান্সফারসহ )