ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


১০ টাকা কেজির চালে ওজনে কম দেওয়ায় আওয়ামী লীগ নেতার জেল


১৪ এপ্রিল ২০২০ ০৫:৩৫

আপডেট:
১৯ মে ২০২৪ ১৩:১৪

খোলাবাজারে ১০ টাকা কেজির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অভিযোগে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর বাজারে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম খান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার মতিউর রহমান খান এর সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, সরকার ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান কাগাপাশা ইউপির চার ওয়ার্ডের ডিলার নিযুক্ত হন। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত ৫০৩ জনের কাছে ১০ টাকা দরে ৩০ কেজি চাল বিক্রি করার কথা। কিন্তু নজরুল ইসলাম প্রত্যেককেই ওজনে চাল কম দিচ্ছিলেন। এ অভিযোগ যায় উপজেলা প্রশাসনের কাছে।

সোমবার বিকেল ৩টায় সহকারী কমিশনার মতিউর রহমান খান ও উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন সেখানে পৌঁছে ৪৩ ক্রেতার চালের ব্যাগ ওজন করে দেখেন তাদের তিন থেকে আট কেজি চাল কম দেওয়া হয়েছে। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার নজরুল ইসলাম খানকে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

একই সঙ্গে তার ডিলারশিপ বাতিল করতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।